Header Ads

গান কি হালাল না হারাম ?

রিতা দেওয়ান, শরীয়ত সরকার ও অসীম বাউল।

বিভিন্ন ওয়াজ মাহফিলে কেন গান।

আসলে গান কি হালাল না হারাম। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে চলছে দন্ধ। বিভিন্ন ওয়াজ মাহফিলে গানকে হারাম বলা হচ্ছে। আবার বিভিন্ন গানের আসরে গানকে হালাল বলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। ইতি মধ্যে শরিয়ত সরকার নামে এক বাউল গানের শিল্পীকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে। এই নিয়ে চলছে তুলকালাম কাণ্ড। শরিয়ত সরকারের গ্রেফতারকে কেন্দ্র করে সংসদে পর্যন্ত আলোচনা হয়েছে।

বাউল শিল্পীরা এই নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে। শরিয়ত সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এদিকে রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রিতা দেওয়ান একটি সাক্ষাৎকারে তার ভুল শিকার করে বক্তব্য দিয়েছেন। সবার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন।

শরিয়ত সরকারের বিরুদ্ধে মামলা ও রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা, এগুলো কি আসলে গান হালাল হারামের জন্য, নাকি অন্য কিছু? যদি গান হারাম হয়ে থাকে তাহলে বিভিন্ন ওয়াজ মাহফিলে কেন হুজুররা গান গেয়ে থাকেন? বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহরীর কন্ঠেও গান গাইতে শোনা যায়। এছাড়া আরও অনেক মাওলানাকে ওয়াজ মাহফিলে গান গাইতে শোনা যায়।

গান হারাম না হালাল, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, আসলে যেসব গানের কথায় শিরক নেই, ধর্ম বিরোধী কোন কথা নেই এবং নোংরামি বা অশ্লীলতা নেই এই সব গান শোনা যেতে পারে। তবে গানের সাথে গানের সাথে বাদ্যযন্ত্র ব্যবহার জায়েজ নয়।

এদিকে পালা গানের শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে যে অভিযোগ তা হলো, তিনি মহান আল্লাহকে অশ্লীল ভাষায় উপস্থাপন করেন। বাউল শিল্পী রিতা দেওয়ান মহান আল্লাহকে শয়তান, নবচোট্টা ও মুনাফিক বলেছেন। যা আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কস্ট দায়ক। মহান আল্লাহকে নিয়ে এভাবে কি করে একজন সুস্থ মস্তিষ্কের লোক বলতে পারে? রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে রিতা দেওয়ান তার ভুল বুঝতে পেরে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন। তিনি জানান পালা গানের ধরন অনুযায়ী বিপক্ষ শিল্পীকে আক্রমণ করতে করতে গিয়ে এমনটা হয়েছে।

অন্যদিকে এক বাউল শিল্পী শরিয়ত সরকার গান হারাম না হালাল বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুন্সী মওলানাদের গালাগালি করেছেন। যা আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের মনে কস্ট দিয়েছে। তিনি এখন জেল হাজতে আছেন।

বাংলাদেশে রয়েছে শতশত বছরের ইতিহাস ও ঐতিহ্য। বাংলাদেশের সংস্কৃতি স্বকীয় বৈশিষ্ট্যের কারণে স্বমহিমায় উজ্জ্বল। বাংলাদেশ পৃথিবীর সমৃদ্ধ সংস্কৃতির ধারণকারী দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য হাজার বছরের বেশি পুরনো। মধ্যে যুগে বাংলা ভাষায় কাব্য, লোকগীতি ও পালা গানের প্রচলন ঘটে, যা বাংলা সংস্কৃতির একটি অংশ। এই সংস্কৃতি আজ কিছু বাউল শিল্পীর জন্য হুমকির সম্মুখীন।

সৈয়দ জামাল হোসেন। ভাঙ্গা নিউজ ডটকম।



1 comment:

  1. Less common than Deposit Bonuses, free bets are effectively reimbursements from the casino. With a free bet bonus, the 코인카지노 web casino provides you a free bet equal to your preliminary bet should you misplaced that first wager. The vendor does everything, so it's not important for our purposes in the meanwhile.

    ReplyDelete

Powered by Blogger.